মোস্তাফিজুর রহমান সাইফুল, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুষিত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের জাঙ্গালিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- উপজেলা জাঙ্গালিয়া এলাকার মরহুম জুনাব মন্ডলের ছেলে জদু মিয়া (৫০) ও একই এলাকার সুরুজ মন্ডলের ছেলে মোশারফ (৩০)। তারা দুজনে সম্পর্কে চাচা-ভাতিজা, পেশায় দুজনই রাজমিস্ত্রি (নির্মাণ শ্রমিক) ছিলেন।
জানা যায়, বিকেলে মসজিদের নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে প্রথমে জদু ট্যাংকে নেমে অজ্ঞান হয়ে পড়লে মোশারফ তাকে উদ্ধার করতে নেমে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা টের পেয়ে উদ্ধার করার চেষ্টা চালান, উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস স্টেশন জামালপুর ও মাদারগঞ্জের একটি টিম এসে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার সালেহ মাহাদি বলেন, ‘দুজন রোগী নিয়ে আসা হয়। আমরা তাদেরকে মৃত অবস্থায় পাই। পরীক্ষা করে দেখা যায়, তাদের এখানে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন জানান, আনুমানিক বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে জাঙ্গালিয়া নামক স্থান থেকে খবর পাই যে, নির্মাণাধীন সেপটিক ট্যাংকে সেন্টারিং খুলতে নেমে দুজন শ্রমিক পড়ে গেছে। সে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সাথে নিয়ে অচেতন অবস্থায় দু’জনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।