উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের রূপরেখা ৩১ দফার উপর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, এতে ৯ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়। খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন এ মেধাবৃত্তির আয়োজন করে।
কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। নির্ধারিত ৩৫ মিনিট পরীক্ষা শেষে হাসিমুখে শিক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছে। পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে ৩৫০ জন শিক্ষক, ৩০০ সেচ্ছাসেবকসহ পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে। আগামী ২০ সেপ্টেম্বর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল বলেন, ‘আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে ৩১ দফা প্রণয়ন করেছেন। এ মেধাবৃত্তির উদ্যোগ খুবই প্রশংসনীয়। তৃণমূল পর্যায়ের হাজারো শিক্ষার্থী এ ৩১ দফা সম্পর্কে জানতে পেরেছে।‘
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন বলেন, ‘এ ধরনের উদ্যোগ দেশে এই প্রথম। আমি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও যাতে রাষ্ট্র মেরামত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে সেজন্যই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’