বগুড়ার ফাহিমা ঢাকায় স্বামীর হাতে খুন

ফাহিমার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো নারী এভাবে নীরবে নির্যাতনের শিকার না হন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ার ফাহিমা ঢাকায় স্বামীর হাতে খুন
বগুড়ার ফাহিমা ঢাকায় স্বামীর হাতে খুন |নয়া দিগন্ত

বগুড়ার মেয়ে ফাহিমা আক্তার ঢাকায় স্বামীর নির্মম নির্যাতনে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৭ আগস্ট (বুধবার) সকালে ঢাকার মিরপুর রুপনগর থানা এলাকায় তিনি হত্যার শিকার হন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) হত্যা মামলা করেছেন নিহতের বোন হাবিবা খাতুন।

নিহত ফাহিমা বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সদরের এরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ মন্ডলের কন্যা।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নেশাখোর স্বামী যৌতুকের দাবিতে মাঝে মধ্যেই নির্যাতন করত বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের ঘনিষ্ঠ এক বান্ধবী জানান, প্রায় দেড় বছর আগে ফাহিমা তার সাথে যোগাযোগ করে এক ব্যক্তির অনৈতিক সম্পর্কের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন, কিন্তু মুখ ফুটে স্বীকার করেননি যে লোকটি তার স্বামী। পরবর্তীতে সাক্ষাতে সে জানায়, তার স্বামী মদ্যপান, শারীরিক নির্যাতন এবং নানা অশোভন আচরণে জড়িত।

ওই বান্ধবির ভাষায়, ‘ও ছিলো ভীষণ ভালো মানুষ ভদ্র, সুশীল, পরিপাটি। ওর জীবনের শেষ অধ্যায় যে এত নিষ্ঠুর হবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে।’

এ ঘটনায় স্বজন ও এলাকাবাসীর দাবি, ফাহিমার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো নারী এভাবে নীরবে নির্যাতনের শিকার না হন।

ঢাকার রূপনগর থানার ইন্সপেক্টর জুয়েল রানা জানান, এ ঘটনায় নিহতের বোন হাবিবা খাতুন বৃহস্পতিবার (২৮ আগস্ট) হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত স্বামী মিনারুল আকবরকে গ্রেফতার করেছে। ফাহিমা আক্তারের লাশ ঢাকা সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।