নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেনকে ফরিদপুর জেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে ফরিদপুর জেলায় বদলি করা হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম ওসি মো: এনায়েত হোসেনের বদলির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে তার বিরুদ্ধে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল ও বিভিন্ন অনিয়ম তদন্তে দু’টি কমিটি গঠন করা হয়েছিল।
গত শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী উভয় কমিটির সদস্যরা আড়াইহাজারে তদন্ত কার্যক্রম পরিচালনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেন। তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাকে বদলির আদেশ দেয়া হয়।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আড়াইহাজারে তার যোগদানের পর থেকে উপজেলাব্যাপী চুরি-ডাকাতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তাছাড়া তার বিরুদ্ধে নিরীহ মানুষদের হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও রয়েছে।