‘তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন’ শীর্ষক আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেছেন, ‘নতুন বাংলাদেশ এগিয়ে নেয়ার মূল চালিকা শক্তি হলো তরুণরা। তাদের উদ্যম, সৃজনশীলতা ও প্রযুক্তিজ্ঞানই আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতার চর্চা এবং মাদক থেকে দূরে রাখার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করতে সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়ন অগ্রযাত্রায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোতাছেম বিল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো: ইউনুস আলী, জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক অলকা প্রভা দে, জেলা শিক্ষা অফিসার মো: আল মামুন তালুকদার, জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন প্রমুখ।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আলোচনায় অংশ নেন। শেষে তারুণ্যের উৎসব নিয়ে তথ্য ও যোগাযোগ অধিদফতরের নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।



