বানিয়াচংয়ে সরকারি পুকুরের কচুরিপানা পরিষ্কার নিয়ে সংঘর্ষ : আহত ২, আটক ৩

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের কচুরিপানা পরিষ্কার করছিলেন আব্দু সহিদসহ এলাকার লোকজন। এ সময় সেলিম মিয়ার নেতৃত্বে কয়েকজন এসে বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ক্রমেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষ আব্দু সহিদ মিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এছাড়া নিবশ্যার বাম হাতটি ভেঙে যায়।

এস এম খোকন, বানিয়াচং (হবিগঞ্জ)

Location :

Baniachang
বানিয়াচংয়ে সরকারি পুকুরের কচুরিপানা পরিষ্কার নিয়ে সংঘর্ষে আহত দু’জন
বানিয়াচংয়ে সরকারি পুকুরের কচুরিপানা পরিষ্কার নিয়ে সংঘর্ষে আহত দু’জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় একটি সরকারি পুকুরের কচুরিপানা পরিষ্কারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই মহল্লার দু’জন আহত হয়েছেন।

এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রঘুচৌধুরীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

আহত দু’জন হলেন আব্দু সহিদ (৬০) ও নিবশ্যা (৭০)। তাদেরকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই মহল্লার মরহুম সামছুদ্দিন মিয়ার ছেলে সেলিম মিয়া (৪৫), জসিম মিয়া (২৮) ও সেলিম মিয়ার ছেলে রুহুল মিয়াকে (২০) আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুকুরের কচুরিপানা পরিষ্কার করছিলেন আব্দু সহিদসহ এলাকার লোকজন। এ সময় সেলিম মিয়ার নেতৃত্বে কয়েকজন এসে বাধা দিলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। ক্রমেই পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষ আব্দু সহিদ মিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এছাড়া নিবশ্যার বাম হাতটি ভেঙে যায়।

খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘পরিস্থিতি পুলিশের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি বজায় রাখার জন্য কড়া নজরদারি চালানো হবে।’

তিনি আরো বলেন, ‘ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’