ভাঙ্গার ২ ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে দেয়ার প্রশ্নে হাইকোর্টের রুল

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দু’টি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সাথে যোগ করে নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |সংগৃহীত

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে দু’টি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সাথে যোগ করে নির্বাচন কমিশনের দেয়া প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতেও বলা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে গেজেট জারি করে নির্বাচন কমিশন। যেখানে ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে ফরিদপুর-২ আসনের সাথে যুক্ত করা হয়।