‘খালেদা জিয়া আপস করলে এতো নির্যাতন সহ্য করতে হতো না’

সোমবার দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে মহিলা সমাবেশ ও বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে মাসুকুল ইসলাম রাজীব এ কথা বলেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
বক্তব্য রাখেন মাসুকুল ইসলাম রাজীব
বক্তব্য রাখেন মাসুকুল ইসলাম রাজীব |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, ‘আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। কারণ, তিনি আমার-আপনার কথা চিন্তা করেই এতো নির্যাতন সহ্য করেছেন। বিগত সরকারের সময় তিনি যদি আপস করতেন এবং তিনি নিজে একটু ভাল থাকতে চাইতেন তাহলে তার এতো কষ্ট করতে হতো না। খালেদা জিয়ার প্রতি আমাদের ঋণ শোধ করতে পারব তখনই যখন আমরা তার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।‘

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে মহিলা সমাবেশ ও বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মাসুকুল ইসলাম রাজীব বলেন, ‘আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা এ দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। আল্লাহর কাছে দেয়া করি, আল্লাহ যদি আমাকে সামর্থ্য দেন এ বক্তাবলীবাসীর পাশে থেকে কিছু করতে পারি তাহলে কৃতজ্ঞ থাকবো।’