কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথীর কাছে তিনি এ পত্র জমা দেন।
এ সময় নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবি আমির মাওলানা ইউছুপ আলী, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি আব্দুল করিম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা জাফর আহম্মেদ, পৌরসভা জামায়াতে ইসলামী আমির হারুনুর রশীদ, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওমর ফারুক মিয়াজী প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিলের পরে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় ইয়াছিন আরাফাত বলেন, ‘২৪-এর ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন সূচিত হয়েছে সেই পরিবর্তনকে সুনিশ্চিত করার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য দাঁড়িপাল্লার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা বিশ্বাস করি সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিপক্ষে দেশ প্রেমিক জনতা সৎ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের দাঁড়িপাল্লার প্রতিককে বিজয়ী করবে। আমরা প্রশাসনকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য বলেছি।’



