দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সব সময় উদ্বেগের মধ্যে রয়েছে। এর স্থায়ী সমাধানে সরকারের পরিকল্পনা রয়েছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ততার কথা ভাবছে সরকার।’
আজ শনিবার জেলার ফুলগাজীতে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ফুলগাজীর পুরাতন মুন্সিরহাট আলী আজ্জম উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়া বন্যা কবলিত মানুষের সাথে কথা বলেন।
ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘আমাদের ত্রাণও লাগবে- বেড়ীবাঁধও লাগবে। ত্রাণ না হলে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা কী খাবেন। এদের মধ্যে অনেকেই রয়েছেন অস্বচ্ছল।’
তিনি বলেন, ‘যত দিন আশ্রয়কেন্দ্রে থাকবেন ততদিন ত্রাণ দেয়া হবে। এছাড়া বাড়ি যাওয়ার সময়ও চাল ডাল তেল লবন সবই দেয়া হবে। যেন এক সপ্তাহ পরিবার নিয়ে খেতে পারেন। যেন কাজ না করা পর্যন্ত চলা যায়। রাস্তাঘাট শুকিয়ে গেলে আপনারা নিজ নিজ পেশায় ফিরে যাবেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আগে জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের সাপোর্ট দেয়া হতো। এখন আরো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে টিউব ব্যাগ দেয়া হবে। আমাদের প্রযুক্তিগত অনেক সহায়তা লাগবে। সরকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিক। একটু ধৈর্য ধরতে হবে। এখন আপাতত সমাধান করতে হবে। ২৪-এর বন্যায় এখানে প্রায় ১৯ জন লোক মারা গেছেন। এবার একজনও মারা যায়নি। তার মানে আমরা এগিয়ে যাচ্ছি।’
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া উপদেষ্টা ছাগলনাইয়ার বিদ্যা কুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র ও রেজুমিয়ায় নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।