রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. মো: আতিয়ার রহমান বলেছেন, ‘জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল ছাত্রদের অধিকার আদায়ের মধ্য দিয়ে। যা পরে রূপ নেয় সামগ্রিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। এ আন্দোলন আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়।’
মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তিনি একথা বলেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দিবস উপলক্ষে একাডেমিক ভবন-১-এর সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির। এ সময় জুলাই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার সূচনা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ভিসি বলেন, ‘নিজেদের গড়ে তুলতে হবে পড়ালেখা ও সমাজসচেতনতার সমন্বয়ে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কোনো সেশনজট না রাখার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।’
আলোচনায় আরো অংশ নেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহম্মদ রহিম উদ্দিন, ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুর, শিক্ষার্থী প্রতিনিধি এম আখতারুজ্জামান অপু ও আবদুল সাত্তার। জুলাই সঙ্গীত পরিবেশন করেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো: গিয়াস উদ্দিন।
দিবসটি উপলক্ষে একাডেমিক ভবন-১-এর কক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের চিত্রসমূহ মূল্যায়ন করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।