চট্টগ্রামে অবস্থানরত ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনের নাগরিকদের নিয়ে ফেনী ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) রাতে ফেনী ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রামের উদ্যোগে আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ফেনী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডা: ফখরুদ্দীন মানিক।
মতবিনিময় সভায় ডা: ফখরুদ্দীন মানিক বলেন, ‘একটি কেন্দ্রও চ্যালেঞ্জ না করে ছেড়ে দেয়া হবে না। গণ রায়কে ছিনিয়ে নিতে দেয়া হবে না। আমাদের জনশক্তিকে সেভাবেই পাহারাদার হিসেবে প্রস্তুত রাখা হবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের শহীদের রক্তের ভেজা এই কাফেলার জীবন বৃথা যেতে পারে না। আমরা নিজেদের জান আর মালকে আল্লাহর রাস্তায় আগেই কুরবান করে দিয়েছি। আমাদের নেতারা জেনে শুনে অন্যায়ের কাছে মাথা নত না করে জীবন দিয়ে সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ। এ সময় বক্তব্য রাখেন ফেনী ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা জনাব দাউদুল ইসলাম, অধ্যাপক শাহ আলম, সহ-সভাপতি জাফর আহমেদ, জনাব গোলাম রসুল নিয়াজুর রহমান, হারুনর রশীদ, সেক্রেটারি জনাব আনোয়ারুল করিম ও এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ডা: ফখরুদ্দীন মানিককে একটি দাঁড়িপাল্লা প্রতীকের লোগো যুক্ত চাদর উপহার দেয়া হয়।



