চাঁদপুরে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং খাতে বিশেষ অঞ্চলের একচ্ছত্র নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা সড়কে এই কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে বিপুল সংখ্যক অদক্ষ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে, যা ছিল অবৈধ ও জাল সার্টিফিকেটের মাধ্যমে সম্পন্ন। তারা এসব নিয়োগ বাতিল করে অবিলম্বে দক্ষ ও যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবি জানান।
গ্রাহক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের পটিয়া থানায়ই প্রায় পাঁচ হাজার অবৈধ নিয়োগ হয়েছে। এসব নিয়োগের স্বচ্ছ তদন্ত ও বাতিলের দাবি তোলা হয় সমাবেশে।
বক্তারা আরো বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। তারা এই অর্থ গ্রাহকদের আমানত থেকে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন। বক্তারা এস আলম গ্রুপের সম্পদ বাজেয়াপ্ত করে গ্রাহকদের অর্থ ফেরতের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সভাপতি সবুজ খান, বিশিষ্ট ব্যবসায়ী কবির খান, গোলাম মাওলা, গ্রাহক আলমগীর হোসেন বন্দুকসী, আবু বকর সিদ্দিক ও ইউসুফ ঢালী।
বক্তারা অভিযোগ করেন, এস আলম কর্তৃক নিয়োগপ্রাপ্ত যেসব কর্মকর্তাকে পরে বহিষ্কার করা হয়েছে, তারা এখন ইসলামী ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, দাবিগুলো বাস্তবায়ন না হলে গ্রাহক ফোরামের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।