আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলা

আনোয়ারায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলা
আনোয়ারায় ছাত্রশিবির নেতাদের ওপর ছাত্রদলের হামলা |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা কলেজ শিবির সভাপতি মিশকাতুল ইসলাম আহত হন।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার সদর এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে ভর্তি করান। প্রাথমিক চিকিৎসা শেষে দু’জনকেই রিলিজ দেয়া হয়।

আহত মিশকাতুল ইসলাম বাদী হয়ে কলেজ ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন—হেটিখাইন গ্রামের তারেক জিয়া (২৫), ছাতরী ইউনিয়নের মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মো: সিফাত (২২) এবং পরৈকোড়া ইউনিয়নের মো: জাবেদ (২২)। এ ছাড়া অজ্ঞাত আরো ১০–১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজ ছাত্রদল সভাপতি বোরহান উদ্দিন ও ছাত্রদল নেতা জুয়েলের নির্দেশে অভিযুক্তগণ পথরোধ করে শিবির নেতাদের কলেজে যেতে বলেন। তারা যেতে অনিচ্ছা প্রকাশের একপর্যায়ে দলবদ্ধ হয়ে লাঠি, রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তাদের ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

আনোয়ারা থানার ওসি মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় এক পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

অভিযুক্ত হামলার নিন্দা জানিয়ে ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন বলেন, ‘৫ আগস্টের পর তরুণরা নতুন ধারার রাজনীতির পথে আসতে চাইলে ছাত্রদল শক্তি প্রয়োগ করছে। আজকের হামলা সেই ধারাবাহিকতার অংশ।’