ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে চট্টগ্রামে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর নিউ মার্কেট মোড়ে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আজাদির লড়াইয়ে হাদি ছিলেন একটি অনুপ্রেরণার নাম। বাংলাদেশকে আর কারো করদ রাজ্যে পরিণত করার সুযোগ দেয়া হবে না। শহীদ হাদি যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের পথ দেখিয়ে যাবেন।
তারা আরো বলেন, ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও হাদি হত্যার মূল আসামিদের কাউকে গ্রেফতার করতে না পারা সরকারের চরম ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
বক্তারা বলেন, শহীদ হাদির আদর্শ দলীয় নয়, এটি স্বাধীনতার বোধ ও আত্মমর্যাদার বহিঃপ্রকাশ। আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম থেমে থাকার নয় মন্তব্য করে বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার বিকল্প নেই।
এসময় বক্তব্য রাখেন তৌসিফ ইমরোজ, এস এম শহিদ, আল মামুনসহ ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ।



