যশোরে বাসের ধাক্কায় নিহত ১, চালককে গণধোলাই

যশোর-নড়াইল মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোর জেনারেল হাসপাতাল
যশোর জেনারেল হাসপাতাল |নয়া দিগন্ত

যশোর-নড়াইল মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মুরাদ হোসেন (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার দায়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের কুবাদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুরাদ হোসেন বাইসাইকেল নিয়ে দায়তলা মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। ওইসময় যশোর থেকে ছেড়ে যাওয়া নড়াইল অভিমুখী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহতের ছেলে রাসেল জানান, সোমবার সকালে তার পিতা অফিসের উদ্দেশে বাড়ি থেকে বের হন। দায়তলা মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মারা যান।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা বাসটির চালক রায়হানকে (২৫) আটক করে মারধর করে। পরে তাকে তুলারামপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত অবস্থায় পুলিশ তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাসচালক রায়হান বাঘারপাড়া উপজেলার দিয়াপাড়া গ্রামের ইউনুস গাজীর ছেলে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।