পিরোজপুরে যুবককে হত্যার অভিযোগে ২ জনের যাবজ্জীবন

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুর জেলা আদালত
পিরোজপুর জেলা আদালত |নয়া দিগন্ত

পিরোজপুরের ভান্ডারিয়ায় এমদাদুল ফরাজি (৩০) নামে এক যুবককে হত্যার অভিযোগে দু’জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পিরোজপুর আদালত। এছাড়া আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম এ রায় প্রদান করেন।

ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের খান জাহান আলীর ছেলে এমদাদুল ফরাজি হত্যা মামলায় এ রায় দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি মো: হাসান হাওলাদার (৩৫) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে ও প্রিন্স মোল্লা (৪২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়া গ্রামের সিরাজুল ইসলামে ছেলে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মার্চ ভান্ডারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের যুবক এমদাদুল ফরাজীর ভাড়ায়চালিত মোটরসাইকলে করে আসামিরা সাফা বন্দর এলাকা থেকে তাকে ভাড়া করে চরখালী এলাকায় নিয়ে যায়। সেখানে থেকে আসামিরা মোটরসাইকেলযোগে ভান্ডারিয়ার-মঠবাড়িয়া সড়কের দারুল হুদা মাদরাসা এলাকায় মোটরসাইকেলচালক এমদাদুল ফরাজীকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলে নিহত এমদাদুল ফরাজীর বাবা খান জাহান আলী ভান্ডারিয়া থানায় আসামিদের নামে ২০০৮ সালের ৪ মার্চ ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ভান্ডারিয়া থানার এসআই আলাউদ্দিন আসামিদের অভিযুক্ত করে আদালতে একই বছরের ২৫ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু বলেন, আদালতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারায় আদালতের বিচারক আসামিদের অভিযুক্ত করে এই রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আসামিরা পালাতক ছিল।