চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মজিদ আলী (৬০) নামে এক চা দোকানি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আলোকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজিদ আলী সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মনিরামপুর গ্রামের মাস্টারপাড়ার মরহুম ইসাহাক আলীর ছেলে। তিনি আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সামনে চায়ের দোকান চালাতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাতে দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন মজিদ আলী। এ সময় চুয়াডাঙ্গামুখী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক পাশের খাদে পড়ে যায় এবং মজিদ আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আফরিনা ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৭টার দিকে মজিদ আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন বলে জানা গেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



