পাবনায় ট্রাকের চাপায় নিহত ১

নিহত নিহার খাতুন বন্যাগাড়ি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
সড়ক দুর্ঘটনায় নিহত একজন
সড়ক দুর্ঘটনায় নিহত একজন |নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহার খাতুন (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিহার খাতুন বন্যাগাড়ি এলাকার শহিদুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা চাটমোহর সড়কের মহেশপুর এলাকায় একটি চলন্ত ট্রাক নিহার খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।