পিরোজপুর শহরে চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

শুক্রবার (২৮ নভেম্বর) পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

পিরোজপুর প্রতিনিধি

Location :

Pirojpur Sadar
পিরোজপুর শহরে চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
পিরোজপুর শহরে চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু |নয়া দিগন্ত

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত মৃতপ্রায় সিআই পাড়া চাঁদমারি খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের বাসভবনসংলগ্ন খাল অংশ থেকে পৌরসভার উদ্যোগে এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অভিযানের প্রথম দিনে খালের দুই পাড় দখলমুক্তকরণ, ময়লা-আবর্জনা অপসারণ, পলি পরিষ্কার এবং পরিবেশগত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়। দীর্ঘদিনের অবহেলায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হলেও চলমান উদ্যোগে তা পুনরুদ্ধারের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন- পৌর প্রশাসক ইসরাত জাহান, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পৌর প্রশাসক ইসরাত জাহান বলেন, ‘অল্প পরিসরে কাজ শুরু হলেও সাধারণ মানুষের সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে শহরের অন্যান্য খালও ধাপে ধাপে সংস্কার ও পুনঃখনন করা হবে। শহরবাসীর স্বচ্ছ পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগকে ভবিষ্যতে আরো শক্তিশালী ও টেকসই করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।’