এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিষাক্ত সাপের কামড়ে আহত শিক্ষার্থী

বোরহান উদ্দিন উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে এবং হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
আহত বোরহান উদ্দিন
আহত বোরহান উদ্দিন |নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় পরীক্ষা চলাকালীন সময়ে বোরহান উদ্দিন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী বিষাক্ত সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার খলিল মীর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।

বোরহান উদ্দিন উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে এবং হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর মুহূর্তে হল রুমে বসে থাকা অবস্থায় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। তবে পরিবারের সদস্যরা পরীক্ষা দেয়া সম্ভব কিনা জানতে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানান, দুপুর ১টার মধ্যে পরীক্ষার হলে হাজির করলে পরীক্ষায় অংশ নিতে পারবে। চিকিৎসা নিয়ে মাত্র ১৫ মিনিট দেরি দেখিয়ে তাকে পরীক্ষায় বসতে দেয়া হয়নি বলে বলে জানা গেছে। এ ঘটনায় বোরহানের পরিবার ছেলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন।

Topics