মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজকে ‘এ’ ক্যাটাগরির কলেজ হিসেবে ঘোষণার মাধ্যমে নতুন মর্যাদা ও স্বীকৃতি দেয়া হয়েছে।
উচ্চশিক্ষা অধিদফতরের মূল্যায়নসূচক, অবকাঠামো, শিক্ষকমণ্ডলীর মান, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক সক্ষমতার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, জেলা শহরের প্রাচীনতম এ কলেজ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক, স্নাতক ও অনার্স কোর্সে শিক্ষাগ্রহণ করে থাকে। নতুন স্বীকৃতির ফলে আসন সংখ্যা বৃদ্ধি, ল্যাব উন্নয়ন, শিক্ষকের সংখ্যা বৃদ্ধি এবং বিশেষ বরাদ্দ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
কলেজটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তোষ ও আনন্দ বিরাজ করছে। এ অর্জনকে মুন্সীগঞ্জের সামগ্রিক শিক্ষার মানোন্নয়নের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘হরগঙ্গা কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। এই স্বীকৃতি আমাদের জন্য গর্বের, একইসাথে দায়িত্বও বৃদ্ধি করল। শিক্ষার পরিবেশ, গবেষণা, কার্যক্রম ও প্রযুক্তিগত সুবিধা আরো সম্প্রসারণে আমরা কাজ করে যাব।’
শিক্ষার্থীরা জানান, ‘এ’ ক্যাটাগরির স্বীকৃতি উচ্চশিক্ষায় প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং কর্মজীবনে তাদের সুবিধা এনে দেবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, এ অর্জন মুন্সীগঞ্জকে শিক্ষায় আরো এগিয়ে নেবে এবং জেলার অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।



