সিলেটে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ

ফ্যাসিবাদি আমলের কাঠামোতে নির্বাচন জুলাই চেতনার পরিপন্থী

‘বিশেষ একটি দল সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করছে। সরকার সেই দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে। সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ
সিলেটে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, ‘বিশেষ একটি দল সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করছে। সরকার সেই দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে। সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। সরকারকে জুলাই চেতনার আকাঙ্খাকে বাস্তবায়ন করতে হবে। আইনিভিত্তি দিতে হবে। যদি সরকার সেটা বাস্তবায়ন না করে, তাহলে ফ্যাসিবাদি আমলের কাঠামোতে নির্বাচন হবে। এটা জুলাই চেতনার সম্পূর্ণ পরিপন্থী। এটা মেনে নেয়া হবে না।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আজাদ বলেন, ‘একটি দল ৫ আগস্টের পর চাঁদাবাজি ও খুনাখুনিতে লিপ্ত হয়েছে। এ ক্ষেত্রে সরকার কঠোরভাবে দমন করতে ব্যর্থ হয়েছে। কেউ কেউ বলে আমরা নাকি সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত করছি। আমরা টেবিল থেকে রাজপথে নেমে এসেছি। যদি টেবিলে সংস্কারের সমাধান না হয়, তাহলে গণভোট দেন। গণভোটেই জনগণ যে রায় দেবে, জামায়াত সেটা মেনে নেবে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচন বানচাল করতে চাই না। আপনারাই নির্বাচন বানচাল করতে চান। আপনারা পিআর চান না। তাহলে হাসিনার আমলের কাঠামোতে নির্বাচন করতে চান, এটা বাংলাদেশের ১৮ কোটি মানুষ বানচাল করবে। যদি নির্বাচন করতে চান, তাহলে জুলাই সনদের আইনিভিত্তি দেন। সংস্কার বাস্তবায়নে সহযোগিতা করেন। তাহলেই বাংলাদেশ এগিয়ে যাবে। দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’

হামিদুর রহমান আজাদ বলেন, ‘গণহত্যা, খুন, লুটপাট ও সীমাহীন দুর্নীতি করে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই, বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, এই দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমে এসেছিল। রাজনৈতিক বিবেচনায় যদি নিয়োগ হয়, তাহলে আমাদের ভবিষ্যত কী? তাই ছাত্র সমাজ ফ্যাসিস্টদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছিল। এই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুদ্র সেন জীবন দিয়েছিল, সাংবাদিক আবু তুরাব জীবন দিয়েছিল। এভাবে সারাদেশে অসংখ্য তরুণ জীবন দিয়েছিল। অধিকার নিয়ে জীবনযাপন করতে মানুষ রাস্তায় নেমে আসে। দানবীয় ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে এ দেশের তরুণ সমাজ।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ৫ আগস্ট বিদায় নিয়েছে। নতুন সরকার দেশের মানুষকে ওয়াদা দিয়েছিল, সংস্কার ও গণহত্যার বিচার করবে। ইতোমধ্যে নির্বাচনের টাইমলাইন দিয়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘জুলাই চেতনার ভিত্তিতে সংস্কার অবশ্যই করতে হবে। তা না হলে ফের ফ্যাসিবাদ ফিরে আসবে।’

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট-১ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, সিলেট মহানগরের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, সিলেট -৪ আসনে( জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ) জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা লোকমান আহমদ প্রমুখ।