কিশোরগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সচেতনতামূলক ‘উৎসবববন্ধন’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ উৎসবববন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।
এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইমরানুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মহসিন খান, শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ ও কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মমতাজ বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ‘মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। এর বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু প্রশাসন নয়, মাদকের বিরুদ্ধে সবাইকে এক যোগে কাজ করতে হবে।’
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী প্রতিযোগীতায় বিজয়ী বিভিন্ন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।