মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন

ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনা নিহত রাজিবের লাশ ২০ দিনপর বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে নানা জটিলতা পেরিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে পৌঁছায়।

Location :

Boalmari
মেসিডোনিয়া সড়ক দুর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন
মেসিডোনিয়া সড়ক দুর্ঘটনায় নিহত রাজিবের দাফন সম্পন্ন |নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজিবের লাশ ২০ দিন পর বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে নানা জটিলতা পেরিয়ে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার গুনবহা গ্রামের বাড়িতে পৌঁছায়।

পরে পৌরসভার ছোলনা সালামিয়া মাদরাসা মাঠে তার নামাজের জানাজা শেষে ছোলনা পৌরকেন্দ্রীয় গোরস্থানে তার দাফন করা হয়।

গত ১২ সেপ্টেম্বর ইউরোপের নর্থ মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত রাজিব শিকদার পৌরসভার ছোলনা গ্রামের আতিয়ার রহমান শিকদারের মেঝ ছেলে।

নিহত রাজিব চারমাস আগে বৃদ্ধ মা-বাবা ও অস্বচ্ছল পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে ওয়াল্ডার ভিসায় পাড়ি দিয়েছিলেন ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায়। সেখানেই কাজে যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীসহ নিহত হন রাজিব শিকদার।

রাজিবের জানাজার নামাজে ইমামতি করেন ছোলনা সালামিয়া ফাজিল মাদরাসার সাবেক আরবি বিভাগের প্রফেসর মাওলানা আব্দুল জব্বার।

জানাজায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো: ইলিয়াস মোল্যা, ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু, এনসিপির মনোনয়ন প্রত্যাশী, জুলাই বিপ্লবী হাসিবুর রহমান অপু ঠাকুর, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর জামায়াতের আমির নিয়ামুল হাসান প্রমুখ।