ফেনীর ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক দিদারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে জিয়াউল হক দিদারকে ফেনীর আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতার জিয়াউল হক দিদার ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের ফেলা গাজী মজুমদার বাড়ির আবদুল মমিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউল হক দিদার ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: শাহীন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, আটককৃত জিয়াউল হক দিদার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাংচুর মামলার ১২৩ নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ফেনীর মহিপালের গণ হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলা রয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।



