নোয়াখালীতে ছাত্রশিবিরের উদ্যোগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে গণিত অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চার উপজেলার প্রায় ২ হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। এদিকে অলিম্পিয়াডকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার (১৮ অক্টোবর) নোয়াখালী জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
গণিত অলিম্পিয়াড পরিদর্শন করে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘ছাত্রশিবির একটি ছাত্র সংগঠন হিসেবে আমরা তাদের কাছে এমন শিক্ষার্থীবান্ধব কাজেই প্রত্যাশা করি। ছাত্রশিবিরের এ চমৎকার আয়োজনকে সাধুবাদ জানাই। দেশ ও জাতি গঠনে ছাত্রশিবির মেধাবীদের নিয়ে ধারাবাহিক প্রতিযোগিতামূলক আয়োজন করে যাবে এটাই প্রত্যাশা।’
নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি দাউদ ইসলাম বলেন, ‘গণিত কেবল একটি বিষয় নয়, এটি যুক্তিবোধ ও সৃজনশীলতা বিকাশের চাবিকাঠি। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মাঝে চিন্তা, অনুসন্ধান ও যুক্তির চর্চাকে জাগ্রত করা। এ লক্ষ্যেই ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা শিক্ষার্থীদের নিয়ে গণিত অলিম্পিয়াড আয়োজন করেছে।’
জেলা উত্তর শাখার সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, ‘গণিত হলো চিন্তা ও চেতনার এক শৃঙ্খলা। আজকের এ অলিম্পিয়াড ইসলামী ছাত্রশিবিরের ধারাবাহিক কাজেরই অংশ। ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগী হবে ইনশাআল্লাহ।’
এদিকে শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের এ আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ও ভালো উদ্যোগ বলে মন্তব্য করেছেন আগত শিক্ষকরা। ছাত্রশিবির তাদের এ শিক্ষার্থীবান্ধব কাজ অব্যাহত রাখবে বলে আশা ব্যক্ত করেন তারা।



