রাণীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা

নওগাঁর রাণীনগরে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ‍্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
রাণীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা
রাণীনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ‍্যায় উপজেলার করজগ্রাম খাঁনপুকুর রাস্তা সংলগ্ন জাহাঙ্গীর আলম সাহার জায়গায় এ সভা অনুষ্ঠিত হয়।

কালীগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রোকুজ্জামানের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ- ৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মো: খবিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন‍্যদের মধ‍্যে জামায়াতের মনোনীত রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম‍্যান প্রার্থী ও উপজেলা জামায়াতের সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সাবেক আমির মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কালীগ্রাম ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনিত চেয়ারম‍্যান প্রার্থী আব্দুল কাহার, কালীগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রভাষক সুলতান মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।