ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের আলামিনের (২৯) দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকার মিরপুর-২ এর কিডনি ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার হারুনার রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
চিকিৎসক বলেছেন, তাকে বাঁচাতে দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। এতে ব্যয় হবে ১৫ লাখ টাকা।
আলামিনের বাবা মৃত মো: সেকেন্দার শেখ ও মা জয়গন বেগম জানান, রোগ নির্ণয়ের পর থেকে গত তিন মাসে প্রায় ৬ লাখ টাকা খরচ হয়েছে। এখন তিনি নিঃস্ব।
তাদের একমাত্র ছেলে আলামিন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এক বছর আগে গণিতে মাস্টার্স প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তিনি ৬ মাস আগে জনতা ব্যাংকে চাকরি পেয়েছিলেন।
মেধাবী আলামিনের মা হতদরিদ্র। এ অবস্থায় ছেলের চিকিৎসার জন্য তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা:
হিসাব নং ০১০০২৮৯৯৯৯৯৯৯, জনতা ব্যাংক, ভাঙ্গা শাখা, ফরিদপুর। বিকাশ নাম্বার ও যোগাযোগ : ০১৩১৯০৬৩২৩৯।