কুমিল্লায় কৃষি কর্মশালায় বক্তারা

উত্তম কৃষিতে ২ কোটি কৃষকের জীবনযাত্রা বদলাবে

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক মো: আবদুস সাত্তার।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
কুমিল্লায় কৃষি কর্মশালা
কুমিল্লায় কৃষি কর্মশালা |নয়া দিগন্ত

উত্তম কৃষি চর্চায় বিষমুক্ত ফসল উৎপাদন হবে। কমবে রোগ ব্যাধি ও উৎপাদন খরচ। এতে লাভজনক হবে কৃষি। একইসাথে কৃষিপণ্য বিদেশে রফতানি করা যাবে। এভাবেই বদলাবে সোয়া দুই কোটি কৃষকের জীবনযাত্রা।

রোববার (১৮ মে) কুমিল্লা বার্ড সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আঞ্চলিক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক মো: আবদুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন বারি কুমিল্লার চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো: হায়দার হোসেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ, বারির এপিডি ড. মোহাম্মদ আবদুল কাদির, পার্টনার প্রকল্পের ডিপিডি মো: রাকিবুজ্জামান খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের এপিডি ড. গৌর গোবিন্দ দাস। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন পার্টনার কুমিল্লা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান।

এদিকে পার্টনারের উপজেলা পর্যায়ের কার্যক্রম উপস্থাপন করেন বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিণা আক্তার, নবীনগর উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন, শাহরাস্তি উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার ও দেবিদ্বার উপজেলা কৃষি অফিসার বানিন রায়।

কর্মশালায় বক্তব্য রাখেন বারি কুমিল্লার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুক্তার হোসেন ভূঞা, লাকসাম উপজেলা কৃষি অফিসার আল-আমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, কৃষক রফিক আহমেদ ও এমদাদুল হক প্রমুখ।

এ সময় বক্তারা নানা সমস্যা ও সম্ভাবনার পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষকদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ আয়োজনের ওপর গুরুত্ব দেন।