স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশ জনবান্ধব ও জনগণের বন্ধু হতে পারলেই পুলিশের কলঙ্ক মুছে যাবে। ৫ আগস্টের পর পুলিশ জনবান্ধন হতে শুরু করেছে। পুলিশ এখন আর আগের মতো ব্যবহার করে না। পুলিশের বিষয়ে জনগণ সন্তুষ্ট হলেই আমি সন্তুষ্ট।’
সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দফতর প্রধানদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো: মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের অনেক দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে পুলিশ বাহিনী প্রস্তুতি গ্রহণ করছে। দেশের আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে অনেক ভালো।’
তিনি আরো বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ঘিরে ‘মব’ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সাথে পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের ঘটনা যাতে আর পুনরায় না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে দুপুরে তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: বাহারুল আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।