টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর-৬ (বৃহত্তর টঙ্গী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. হাফিজুর রহমান।
সোমবার (১৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে টঙ্গী অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই, অজ্ঞানপার্টি ও থাবা পার্টির তৎপরতা রোধসহ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গী যেন মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ নগরীতে পরিণত হয়, এজন্য জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
তিনি আরো বলেন, চিহ্নিত অপরাধচক্র দমনে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমরা প্রস্তুত। জননিরাপত্তা প্রতিষ্ঠা ও সকলের জন্য বাসযোগ্য নগরী গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
সাক্ষাতে গণপরিবহনে সক্রিয় অজ্ঞানপার্টি, থাবা পার্টি (জানালা দিয়ে ছিনতাই) ও পকেটমার চক্রের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা এবং এ ক্ষেত্রে নাগরিক ও প্রশাসনের যৌথ উদ্যোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানার আমির আনোয়ার হোসাইন, স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।
ওসি হারুন অর রশিদ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং পুলিশের চলমান অভিযানে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ কামনা করেন।