ফরিদপুরের সালথার খারদিয়া কুমার নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে নদীপাড়ের বসতবাড়ি, নির্মিত সেতু ও আশপাশের বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। ফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
রোববার (৩ আগস্ট) যদুনন্দী ইউনিয়নের খারদিয়া নতুন সেতু এলাকায় মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে দক্ষিণ পাড়ে ড্রেজার মেশিন চালিয়ে বালু তুলতে দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, দিন-রাত সমানতালে ড্রেজার চালিয়ে নদীর অস্তিত্ব বিপন্ন করা হচ্ছে।
একাধিক স্থানে গভীর খননে নদীপাড়ে ভাঙন শুরু হয়েছে। এছাড়া নতুন নির্মিত সেতুর ভিতও দুর্বল হয়ে পড়ছে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এ অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে ভবিষ্যতে নদী ভাঙন, পরিবেশ দূষণ ও অবকাঠামোগত ক্ষতি ঠেকানো যাবে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আনিসুর রহমান বালী জানান, অবৈধ ড্রেজার বন্ধে নিয়মিত অভিযান চলছে। খারদিয়া এলাকায়ও দ্রুত ব্যবস্থা নেয়া হবে।