করোনাভাইরাস পরীক্ষায় প্রস্তুত যবিপ্রবি

করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এম আইউব, যশোর অফিস

Location :

Jessore Sadar
করোনাভাইরাস পরীক্ষায় প্রস্তুত যবিপ্রবি
করোনাভাইরাস পরীক্ষায় প্রস্তুত যবিপ্রবি |নয়া দিগন্ত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেছেন, ‘করোনাভাইরাস পরীক্ষা করতে যবিপ্রবি প্রস্তুত রয়েছে। পূর্বের মতো দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এবারো আমরা প্রস্তুত আছি ভাইরাসের পরীক্ষা করতে।’

বুধবার (১৮ জুন) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ডা: এমআর মেডিক্যাল সেন্টারের উদ্যোগে আয়োজিত করোনা সংক্রমণ প্রতিরোধে ‘মাস্ক পরি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি আব্দুল মজিদ বলেন, ‘আমরা ইতোমধ্যে যশোর জেলার সিভিল সার্জনকে করোনাভাইরাস পরীক্ষার কিট সরবরাহের বিষয়ে অবগত করেছি। কিট সরবরাহ করলেই আমরা করোনাভাইরাস পরীক্ষা করতে পারব। দেশের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এবং এ জাতিকে সুন্দর ও সাবলীল রাখতে আমরা সবসময় কাজ করতে প্রস্তুত আছি।’

তিনি বলেন, ‘সারাদেশে করোনাভাইরাসের নতুন সাবভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতোমধ্যে সরকার উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি। যবিপ্রবি করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থেকে পরিবার, সমাজ তথা দেশকে সুস্থতা উপহার দিতে পারবে বলে জানান তিনি।

জানা যায়, করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা: দীপক কুমার মন্ডল।

এ সময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. কুরবান আলী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, মুন্সী মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. আব্দুর রউফ সরকার, প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।