ঈদের ছুটি কাটিয়ে আবারো কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীর ব্যস্ত মানুষজন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস ও থ্রি হুইলারে করে এসে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। পরে সেখান থেকে লঞ্চ কিংবা ফেরিতে করে নৌপথ পার হয়ে ছুটছেন রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায়। এতে দৌলতদিয়া ঘাটটিতে বেড়েছে মানুষের চাপ।
শুক্রবার (১৩ জুন) দুপুরে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে দেখা যায়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে মানুষ দৌলতদিয়া ঘাট এলাকায় আসছেন। এরপর লঞ্চে পদ্মা নদী পার হয়ে পাটুরিয়া ঘাটে পৌঁছাচ্ছেন তারা। এছাড়া দূরপাল্লার যানবাহনে করে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হয়ে পাটুরিয়া ঘাট এলাকায় কর্মস্থলগামী মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে।
এদিকে ঘাট এলাকায় যানজট নিরসনে কাজ করছেন জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক পাল। তিনি বলেন, ‘ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকা ও এর আশপাশের এলাকায় ফিরছেন। যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে ঘাট এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন।’
ঢাকা সাভারের আশুলিয়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ফরিদপুর সদর উপজেলার আবুল কালাম। স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ করতে গিয়েছিলেন তিনি। কর্মস্থলে যেতে স্ত্রী-সন্তান নিয়ে বেলা ১১টায় এমভি মোস্তফা নামের লঞ্চে করে নদী পারাপার হয়ে পাটুরিয়া লঞ্চঘাটে আসেন।
তিনি বলেন, ‘ঈদের ছুটি শেষ। কাল (শনিবার) থেকে অফিস খোলা। তাই কাজে যোগ দিতে শুক্রবারই কর্মস্থল এলাকার বাসায় ফিরছি।’
জানা যায়, বাড়তি মানুষের চাপ সামলাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে ২০টি লঞ্চ দিয়ে পারাপার করা হচ্ছে যাত্রী ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ বলেন, ‘ঈদের ছুটি শেষ হয়ে আসায় শুক্রবার সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছেন।’