মুন্সীগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ২ যুবক

সন্দেহভাজন দু’জনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি পাইপগান, দু’টি কার্তুজ ও তিনটি ক্রিস উদ্ধার করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি
মুন্সীগঞ্জে অস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করেছে ডিবি |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে পাইপগান ও কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্সিরহাট খাসকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পূর্ব শিলমন্দি এলাকার ফিরোজমোল্লার ছেলে তোফাজ্জল মোল্লা (২৫) ও রমজানবেগ এলাকার মনির হোসেন বেপারীর ছেলে সিফাত বেপারী (২৫)।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সামনে রাস্তার ওপর সন্দেহভাজন দু’জনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছ থেকে একটি পাইপগান, দু’টি কার্তুজ ও তিনটি ক্রিস উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।