জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আর্ত মানবতার কল্যাণে কাজ করতে ধর্ম ও বর্ণের কোনো পার্থক্য থাকতে পারে না। ইসলামও আমাদের এই সুমহান শিক্ষা দিয়ে থাকে। বাংলাদেশ হচ্ছে ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল আবাসভূমি। এখানে ধর্ম-বর্ণের বৈষম্যের কোনো পার্থক্য নেই। এখানে নিজ নিজ ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম-কর্ম পালন করতে পারছে। সম্প্রীতির এই উজ্জ্বল ধারাকে বহাল রাখতে হবে। জামায়াত ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে।
তিনি বলেন, সারাদেশের ন্যায় সিলেটেও শীতের প্রকোপ বাড়ছে। প্রচণ্ড শৈত্যপ্রবাহে জনজীবন আজ অতিষ্ঠ। এই সময়ে অসহায় ও দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এমতাবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় শীতার্ত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
শনিবার (৩ জানুয়ারি) সিলেট মহানগরীর বিমানবন্দর থানা জামায়াতের উদ্যোগে ৫নং ওয়ার্ডের দলদলি চা বাগানে হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমেদুর রহমান খান হিনুর পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমানবন্দর থানা আমির মো: শফিকুল আলম মফিক, নায়েবে আমির মাওলানা আব্দুল লতিফ।
চা বাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলদলি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, সেক্রেটারি রিপন কর্মী, চা শ্রমিক নেতা নূর হোসেন, মনোরঞ্জন দাস, হরিচরণ দাস, সঞ্জয় শীল, শ্যামল মুন্দা, মিলন দাস প্রমুখ।



