টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ৫০ লাখ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা, সহযোগীকে ছুরিকাঘাত

এ সময় তাদের সাথে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তারা বাধা দেন। পরে দুর্বৃত্তরা আরিফের বুকে এক রাউন্ড গুলি করে এবং আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকাভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Tongi
টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ৫০ লাখ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা, সহযোগীকে ছুরিকাঘাত
টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ৫০ লাখ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা, সহযোগীকে ছুরিকাঘাত |ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে বিকাশ অ্যাজেন্টের বিক্রয় প্রতিনিধি আরিফ হোসেনকে (২৭) গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরিফের সহযোগী আজাদ হোসেন (২৯)।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে টঙ্গী আনারকলি রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ আরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আজাদ হোসেন জানান, টঙ্গীবাজার ও পার্শ্ববর্তী এলাকার বিকাশ অ্যাজেন্টের দোকান থেকে টাকা কালেকশন শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের জে অ্যান্ড সন্স নামক বিকাশ অ্যাজেন্টের অফিসে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী মোটরসাইকেলটি আনারকলি রোডের মাঝামাঝি এলে পথে আগে থেকে ওৎ পেতে থাকা তিনজন দুর্বৃত্ত্ব মোটরসাইকেল নিয়ে তাদের গতিরোধ করেন।

এ সময় তাদের সাথে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তারা বাধা দেন। পরে দুর্বৃত্তরা আরিফের বুকে এক রাউন্ড গুলি করে এবং আজাদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকাভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে আজাদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আরিফ হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘গুলিবিদ্ধ আরিফকে ঢামেকে পাঠানো হয়েছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’