বাঁশখালীতে বাড়ির আঙ্গিনার গর্ত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বাড়ির আঙ্গিনার ঝোপঝাড়ে পুঁতে ফেলা অবস্থায় লাশের অস্তিত্ব দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় নামাজের জায়নামাজ দিয়ে মোড়ানো লাশটির হাত ও পা বাঁধা পাওয়া যায়।

Location :

Chattogram
নিহত আশরাফ মিয়া
নিহত আশরাফ মিয়া |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীতে বাড়ির আঙ্গিনার গর্ত থেকে আশরাফ মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ঠেমাপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আশরাফ মিয়া স্থানীয় মরহুম ফরিদ আহমদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির আঙ্গিনার ঝোপঝাড়ে পুঁতে ফেলা অবস্থায় লাশের অস্তিত্ব দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় নামাজের জায়নামাজ দিয়ে মোড়ানো লাশটির হাত ও পা বাঁধা পাওয়া যায়। এছাড়া মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা সঙ্ঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ছেলেকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’