পটুয়াখালী দশমিনায় হরিণের গোশতসহ মো: খলিল খান নামের একজনকে আটক করেছে দশমিনা বন-বিভাগ।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাজীরহাট এলাকা থেকে হরিণের গোশতসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বন-বিভাগের বিট কর্মকর্তা মো: রওশন হাসান।
খলিল উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের মরহুম চান খানের ছেলে।
জানা যায়, উপজেলায় দীর্ঘদিন যাবত একটি মহল চোরাইপথে হরিণের গোশত বাজারজাত করছে। গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা বন-বিভাগ রোববার দুপুরের পরে উপজেলার হাজিরহাট এলাকা থেকে মো: খলিল খান নামের একজনকে দুই কেজি হরিণের গোশতসহ আটক করে। পরে বনবিভাগের কর্মকর্তারা আটক খলিলকে দশমিনা থানায় নিয়ে যান। আটক ব্যক্তির বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলার চরবোরহান ইউনিয়নের বন-বিভাগের বিট কর্মকর্তা মো: রওশন হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাজিরহাট নামক স্থান থেকে মো: খলিল খান নামক একজনকে দুই কেজি হরিণের গোশতসহ আটক করি। তার সাথে আরো কেউ জড়িত আছে কি-না জানার চেষ্টা করা হচ্ছে৷’



