জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
সোমবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি দরগা রোডস্থ জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে মুজিব সড়ক, চৌরাস্তা দিয়ে শহীদ সোহরাওয়ার্দী সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন দিয়ে আবারো দরগা রোডে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রভাষক মুহাম্মদ জাহিদুল ইসলাম, পৌরসভার আমির সহকারী অধ্যাপক মো: আব্দুল লতিফ, সদর উপজেলা আমির অ্যাডভোকেট মাওলানা নাজিম উদ্দীন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ প্রমুখ।
মিছিল থেকে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট হাসিনাসহ খুনিদের বিচার ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়।



