ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে নয়জন মাদকসেবীকে কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো: রসুল মিয়া (২০), এমরান মিয়া (২০), শেখ নাবিল (২৩), মো: সাগর মিয়া (২১), মো: আরমান মিয়া (২০), আমজাদ হোসেন (২২), মিনার উদ্দিন (৩৫), মো: জাকির হোসেন (২০) ও সহিদুল ইসলাম (৫৫)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় খড়মপুর মাজারের পশ্চিম পাশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় এই নয়জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, মাদক বিরোধী এই ধরনের অভিযান অব্যহত থাকবে। মাদকের সাথে জড়িত কেউ রক্ষা পাবে না বলেও জানান তিনি।