বড়াইগ্রামে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার ঘটনায় অবশেষে থানায় মামলা হয়েছে। সোমবার ভিকটিম শিশুর বাবা এ মামলা করেন।
এর আগে স্থানীয় নেতাকর্মীরা এক লাখ ২০ হাজার টাকার চেক নিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় অভিযুক্ত গুলজার হোসেন জোনাইল ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে ওই শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে গুলজার তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে রাতেই জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফ সরদারের নেতৃত্বে ঘরোয়া বৈঠকে অভিযুক্তকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপস করা হয়।
কিন্তু চেকটি ভিকটিমের স্বজনদের না দিয়ে আরেক বিএনপি নেতার হাতে রেখে দেয়া হয়। এ সময় ওই শিশুর পরিবারকে থানায় মামলা করতেও নিষেধ করেন নেতারা। পরে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হলে অবশেষে সোমবার সকালে ভিকটিমের বাবা থানায় মামলা করেন।
অন্যদিকে, রোববার রাতে অভিযুক্ত গুলজার বিএনপি নেতা আশরাফ সরদার ও নুর মোহাম্মদ নুর আলী এবং ভিকটিমের বাবাসহ আটজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মিথ্যা অপবাদে মারপিট করে জোরপূর্বক চেক সই করিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেন।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়া আপসের নামে চেক সই করিয়ে নেয়ার বিষয়েও লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারেও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।