একদিনের ব্যবধানে সিলেটে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৯।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মজিদপুর এলাকার একটি ইটভাটা থেকে দেশীয় তৈরি একটি পাইপগান উদ্ধার করেছেন সংস্থাটির সদস্যরা। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ সূত্র জানায়, উদ্ধার পাইপগানটি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরবাজার সংলগ্ন বুড়িডহর এলাকার পিয়াইন ব্রিজের নিচে ১টি বিদেশী রিভলবার, ১টি ইলেকট্রিক ডেটোনেটর, ১টি সেফটি ফিউজ এবং ১টি নিওজেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই তথ্য বুধবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে জানিয়েছিল র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।



