হাজীগঞ্জে বাসচাপায় নানি-নাতিন নিহত

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজারে শেরাটন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Chandpur
বাসচাপায় শিশু নিহত
বাসচাপায় শিশু নিহত |নয়া দিগন্ত

চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় নানি নাজমা বেগম ও নাতিন মার্জিয়া (৬) নিহত হয়েছেন।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম বাজারে শেরাটন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মার্জিয়া লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামের প্রবাসী মানিকের একমাত্র মেয়ে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই নানি-নাতনিকে দ্রুত সিএনজি অটোরিকশাযোগে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যায় ছোট্ট মার্জিয়া। হাসপাতালে পৌঁছানোর পর স্বজনদের আর্তনাদে চারপাশ স্তব্ধ হয়ে যায়। এদিকে গুরুতর আহত নাজমা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১১টার দিকে দোয়াভাঙ্গা এলাকায় তিনি মারা যান।

আটক চালক শাহরাস্তি আলীপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান জানান, ‘আমি মূলত সুপারভাইজার। ড্রাইভিং করার সময় অন্য মনোযোগে ছিলাম। নিহত শিশুটি বা তার নানিকে আমি দেখিনি।’

এদিকে চালকের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি একজন সুপারভাইজার কীভাবে দায়িত্বশীল চালকের আসনে বসে শতাধিক যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলেন?

পদ্মা ট্রান্সপোর্টের ওই বাসের এক যাত্রী জানান, ‘কুমিল্লা বিশ্বরোড থেকে যাত্রা শুরুর পর থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুরো পথজুড়ে যাত্রীদের সাথে তার তর্ক-বিতর্ক চলেছে। দুর্ঘটনার মুহূর্তেও দুই নারী ও একজন পুরুষ যাত্রীর সাথে বাগ্বিণ্ডায় লিপ্ত ছিলেন চালক। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।’

পরে উত্তেজিত জনতা বাসটি আটক করে এবং চালককে পুলিশের হাতে সোপর্দ করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন, ‘বাস ও চালককে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হবে। অবহেলা বা বেপরোয়া গতির কারণেই যদি এ প্রাণহানি ঘটে থাকে তাহলে আমরা আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেব।’