লক্ষ্মীপুর জেলা শহরের থানা রোড এলাকায় একটি ফার্মেসির আড়ালে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাহাত খানের নেতৃত্বে অভিযান চালিয়ে জয় ফার্মেসি ও সংযুক্ত বাসা থেকে ২৩ লিটার দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়।
আটকরা হলেন- ফার্মেসির মালিক কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং কর্মচারী শ্রী ধাম বাছার। শ্রী ধাম চাঁদপুর জেলার হাইমচরের পরলোকগত অনিল চন্দ্র বাছারের ছেলে বলে জানা গেছে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা কিশোর কুমার দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে মদ বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
ক্যাপ্টেন রাহাত খান বলেন, ‘ফার্মেসির আড়ালে মদ বিক্রি হচ্ছিল। আমরা অভিযান চালিয়ে তাদের আটক করেছি এবং ২৩ লিটার দেশীয় মদ উদ্ধার করেছি।’ তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, জয় ফার্মেসিতে অনেক দিন ধরেই গোপনে মদ বিক্রি করা হচ্ছিল। নানা কারণে কেউ মুখ খোলেননি।