চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডের ১৫ হাজার কুকুরকে জলাতঙ্ক নির্মূলে ভ্যাকসিন দেয়া হবে।
বৃহস্পতিবার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে সিটি করপোরেশন এলাকায় ব্যাপকহারে কুকুরের টিকা দান (এমভিভি) বাস্তবায়নের নিমিত্তে আয়োজিত এডভোকেসি সভায় এ তথ্য উঠে আসে।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: ইমাম হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো: আশরাফুল আমিন।
আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, মো: নুরুল, ডা: হায়দার, ডা: মাসুদ রেজা খান, ডা: ইমতিয়াজ, ডা: কামরুল, ডা: হোসনে আরা, ডা: তপন চক্রবর্তী প্রমুখ।



