নির্বাচন বানচালের অপচেষ্টা ও হাদির ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ

‘আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বানচাল করার জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম করছে। তারা ফিরে আসতে চাইছে। আমরা চাই, হাদির হামলাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নির্বাচন বানচালের অপচেষ্টা ও হাদির ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ
নির্বাচন বানচালের অপচেষ্টা ও হাদির ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ |নয়া দিগন্ত

নির্বাচন বানচালের অপচেষ্টা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল প্রমুখ।

সমাবেশে অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, ‘গতকাল শুক্রবার হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। এটা পতিত স্বৈরাচাররা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বানচাল করার জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম করছে। তারা ফিরে আসতে চাইছে। আমরা চাই, হাদির হামলাকারীদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’