গলাচিপায় বিএনপি ও গণঅধিকার পরিষদের প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
জানা গেছে, চর বিশ্বাস ইউনিয়ন ও বকুলবাড়িয়া ইউনিয়নের দুই দলের মধ্যে সংঘটিত সংঘর্ষে উপজেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ প্রেরিপেক্ষিতে উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ও সংঘর্ষের সম্ভাবনা থাকায় গলাচিপা পৌরসভা ও আশপাশের এলাকায় আজ (শুক্রবার) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৮৯৮ ধারা অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে, ১৪৪ ধারা জারি করা এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ-মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান ও চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।