মুন্সীগঞ্জের লৌহজংয়ে আগুন লেগে ওয়েল্ডিং ওয়ার্কশপ, কারখানাসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাওয়া চৌরাস্তার অদূরে পশ্চিম কুমারভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র ও ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপ মালিক নাসির খান জানান, রাত আড়াইটার দিকে মাওয়া চৌরাস্তার অদূরে পশ্চিম কুমারভোগ এলাকায় সড়কের পাশে টিন-কাঠের তৈরি এসব দোকান-কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে লৌহজং ও শ্রীনগর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ ঢালীর একটি প্লাস্টিকের রিসাইক্লিনিং কারখানা ও ভাঙারীর দোকান, ভাড়াটিয়া নাসির খানের ওয়েল্ডিং ওয়ার্কশপসহ একটি সেলুন, একটি ফলের দোকান, একটি চায়ের দোকানসহ মোট আটটি দোকান পুড়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ ও লৌহজং ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুমন আলী নয়া দিগন্তকে জানান, দোকানগুলোতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে তদন্ত চলছে।